ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সমর্থন চেয়ে মমতার সঙ্গে সাংমার সাক্ষাৎ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সমর্থন চেয়ে মমতার সঙ্গে সাংমার সাক্ষাৎ

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পক্ষে তৃণমূলের সমর্থন চাইলেন পি এ সাংমা।

মঙ্গলবার বিকেলে মহাকরণের এ বৈঠকে মমতা ব্যানার্জি ও সাংমা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ভারতের রেলমন্ত্রী মুকুল রায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী প্রমুখ।

তাদের মধ্যে প্রায় ৩০ মিনিট আলোচনা হয়।

বৈঠক শেষে মহাকরণে উপস্থিত সাংবাদিকদের কাছে সাংমা বাংলায় বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সমর্থন চাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অবস্থা নিয়ে আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। তবে সিদ্ধান্ত এখনও কিছু হয়নি। দলীয় স্তরে আলাপ-আলোচনা করে তবে সিদ্ধান্ত নেবে তৃণমূল। ”

তিনি আশাপ্রকাশ করে বলেন,  এর আগে মমতা ব্যানার্জি তাকে এনসিপি ছাড়ার সময় যেভাবে সমর্থন জানিয়েছেন, এবারও সেই সমর্থনের বিষয়টি থাকবে। ”

সাংমার পাশে দাঁড়িয়ে মুকুল রায় বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূলের সিদ্ধান্ত দলের মধ্যে আলোচনার পর সঠিক সময়েই প্রকাশ করা হবে। ”

বাংলাদেশ সময় : ১৭৩৫  ঘণ্টা, জুন  ২৬, ২০১২
আরডি/আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।