ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৪ দশকের রাজনৈতিক জীবনের ইতি টানলেন প্রণব

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ২৬, ২০১২

নয়াদিল্লি: পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেলে ৪ দশকের সক্রিয় রাজনৈতিক জীবনের ইতি টানলেন প্রণব মুখার্জি।  

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটি থেকে পদত্যাগ করলেন প্রণব মুখার্জি।

যদিও কংগ্রেসের সাধারণ সদস্যপদ এখনো ছাড়েননি তিনি। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সদস্যপদও ছেড়ে দেবেন বলে ঘনিষ্ট মহলে জানিয়েছেন।

এদিন রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তিনি। সেখানে মনমোহন সিংহের হাতে তুলে দেন পদত্যাগপত্র।

এর আগে শেষবারের মতো অর্থমন্ত্রকের দফতরে যান। আবেগ বিহ্বল হয়ে এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “নতুন অভিযাত্রার জন্য আমি তৈরি। রাষ্ট্রপতি পদপ্রার্থী করার জন্য সম্মানিত ও বিনীত। সমর্থনের জন্য সিপিএম, সমাজবাদী পার্টি, বিএসপির মতো দলকেও ধন্যবাদ। ”

তিনি আরও বলেন, “এই ধরণের সম্মানের চৌকাঠে দাঁড়িয়ে আমি আবেগতাড়িত। ৪ দশকের রাজনৈতিক কর্মীর জীবনকে পেছনে ফেলে যেতে হচ্ছে। সেই ভাবনাও আমাকে আবেগ বিহ্বল করে তুলেছে। হয়তো আমার সব সিদ্ধান্ত সঠিক ছিল না। তবে যে সিদ্ধান্তই নিয়েছি, সবই মানুষের কথা ভেবেই নিয়েছি৷”

সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাকে সবসময় দায়িত্ব সম্পর্কে সচেতন করে দিয়েছেন। সেটা কখনও প্রশংসায় কখনও সমালোচনায়। আমার আশা, যতদিন আমি জনজীবনে থাকব, ততদিন এই কর্তব্য আপনারা চালিয়ে যাবেন। নর্থ ব্লকের সামনে গাড়িতে ওঠা বা নামার সময় আপনারা আমাকে থামিয়ে কথা বলছেন। এই দৃশ্যটা আমি এটা মিস করব। ”

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।