কলকাতা: মাওবাদীদের ডাকা ৫ রাজ্যের হরতাল শুরুর সাথে সাথে বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনা ঘটেছে।
ঝাড়খণ্ডের তোপচাঁচির রাজগঞ্জ এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১টায় টহলদারি পুলিশের গাড়ির ওপরে এলোপাথারি গুলি চালায় মাওবাদীরা।
লাতেহারের হেহেগড়া রেলস্টেশনে পৌনে ২টা নাগাদ বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। আপ ও ডাইন দু’টি লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। সেখানে লাইন উড়ে গেছে। ওভারহেড তারের ক্ষতি হয়েছে।
জানা গেছে, হেহেগড়ার স্টেশনমাস্টার মনোজ ঠাকুর, ১জন পোর্টার, মালগাড়ির চালক ও গার্ডকে মাওবাদীরা অপহরণ করে পাশের জঙ্গলে নিয়ে যায়। পরে ভোর ৫টায় তাদের ছেড়ে দেয় মাওবাদীরা।
হাওড়া-দিল্লি গ্রান্ড কর্ড লাইনেও বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ফলে ওই শাখায় অনেক গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল ব্যহত হয়। আপ-ডাউন দুন, দুরন্ত এক্সপ্রেস ও অন্যান্য অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। ওই লাইন মেরামত করে সকাল ৮টায় আবার ট্রেন চলাচল শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ২৭, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর