কলকাতা: জিটিএ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গোর্খা জনমুক্তি মোর্চা। আগামী শনিবার মোর্চার কোর কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান মোর্চা সভাপতি বিমল গুরুং।
তিনি বলেন, জিটিএ এলাকার সংযোজনসহ তথ্য যাচাই কমিটির দ্রুত রিপোর্ট পেশ, জিএলপিকে পুলিশে নিয়োগ প্রভৃতি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে। জিটিএ এলাকা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী তথ্য যাচাই কমিটিকে মোর্চার বক্তব্য জানাতে বলেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি বলেন, নির্বাচনে মোর্চার অংশগ্রহণ করা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে অংশ নিলে ৪৫টি আসনেই মোর্চা জয়লাভ করবেন বলে মনে করেন তিনি।
আর এ নির্বাচনে জোট গঠনের প্রস্তাব উড়িয়ে দেন বিমল গুরুং। তৃণমূল কংগ্রেসের ভোটে অংশ নেওয়ার প্রসঙ্গে বলেন, সব দলেরই ভোটে অংশ নেওয়ার অধিকার আছে। তার মতে, মোর্চা নির্বাচনে অংশ নিলে অন্য কোনো দলের আসন পাওয়ার সম্ভাবনা নেই।
এদিকে বাংলানিউজের শিলিগুড়ি করেসপন্ডেন্ট জানিয়েছেন, জিটিএ নির্বাচন নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন দার্জিলিংয়ের জেলা শাসক পবিত্র মোহন। শুক্রবার দার্জিলিং প্রশাসনিক ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে তৃণমূল কংগ্রেস, সিপিএম, আদিবাসী বিকাশ পরিষদ, কংগ্রেস প্রভৃতি দলের পক্ষ থেকে উপস্থিতির কথা জানানো হলেও পাহাড়ের সবচেয়ে শক্তিশালী দল গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন কিনা তা এখনো দলের পক্ষ থেকে জানানো হয়নি।
মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে মোর্চা নেতৃত্বের বৈঠকের পর বৃহস্পতিবারই দার্জিলিং জেলা শাসকের ডাকা বৈঠকে উপস্থিতির বিষয়টি জানানো হবে।
উল্লেখ্য, গত সোমবার দার্জিলিং পাহাড়ে জিটিএ এলাকাভুক্ত ৪৫টি আসনের জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়। ভোটের নির্ঘণ্টে বলা হয়েছে, ভোটের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২ থেকে ৯ জুলাই। ১০ জুলাই মনোনয়নপত্র পরীক্ষা হবে।
১২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৯ জুলাই ভোটগ্রহনের পর ২ আগস্ট ভোটগণনা করা হবে। আর ১০ আগস্টের মধ্যে প্রস্তাবিত নয়া জিটিএ গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর