শিলিগুড়ি: কয়েক দিনের টানা বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কুচবিহারের দুটি ব্লক প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে পড়েছেন।
এছাড়া জলপাইগুড়ির আলিপুরদুয়ারের একটি ব্লকের পরিস্থিতি সঙ্কটজনক। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে কুচবিহারে ৫৩টি ও জলপাইগুড়িতে ৩৫টি ত্রাণশিবির খোলা হয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলিপুরদুয়ারের কালজানি নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। তিস্তা ও রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় বৃহস্পতিবার জলপাইগুড়ি, দার্জিলিং এবং কুচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে এ এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর