ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছত্তিশগড়ে মাওবাদী-যৌথবাহিনীর সংঘর্ষে নিহত ২২

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ২৯, ২০১২

নয়াদিল্লি: ভারতের ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াড়ার বিজাপুরের বাসাগুড়ায় মাওবাদী-যৌথবাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত থেকে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে মাওবাদীদের তুমুল লড়াই চলে।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, সংঘর্ষে ২২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এরা সকলেই সঙ্ঘম গোষ্ঠীর সদস্য।

যদিও সরকারি তরফে মৃতের সংখ্যা কিছুই জানানো হয়নি। এছাড়াও যৌথবাহিনীর হাতে ধরা পড়েছে ৭ মাওবাদী। লড়াইয়ে ৬ জওয়ানও আহত হয়েছে।

অন্যদিকে, সুপমার দলমাতেও যৌথবাহিনী-মাওবাদী সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। সেখানে ২ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। ধরা পড়েছে ৭ মাওবাদী। তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় বিস্তারিত খবর জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সু্ইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।