ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের উত্তরে বন্যা, দক্ষিণে দেখা নেই বৃষ্টির

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, জুলাই ১, ২০১২
পশ্চিমবঙ্গের উত্তরে বন্যা, দক্ষিণে দেখা নেই বৃষ্টির

কলকাতা: পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে যখন অতি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে, ঠিক তখনই দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির দেখা নাই।

উত্তরের জেলাগুলোতে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কুচবিহার ও আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।



কুচবিহারের তুফানগঞ্জের দুটি ব্লক ও আলিপুরদুয়ারের একটি ব্লকের পরিস্থিতি সঙ্কটজনক।

তুফানগঞ্জে লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। তিস্তা ও রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন।

জলপাইগুড়ির আলিপুরদুয়ারের কালজানি নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। কুচবিহারের বালাভুত, নাগকাটি ও দেওচড়াই গ্রামপঞ্চায়েত এলাকার পরিস্থিতি ভয়াবহ।

কুচবিহারে এখন পর্যন্ত ৫৩টি ও আলিপুরদুয়ারে ৩৫টি ত্রাণশিবির খোলা হয়েছে। তবে ত্রাণ নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে দুর্গতদের মধ্যে।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে শনিবার দিনভর কলকাতায় আকাশ মেঘলা থাকবে বলেই জানানো হয়েছিল
আবহাওয়া দফতরের পক্ষ থেকে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হয়নি।

উত্তরবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় রোববার জলপাইগুড়ি, দার্জিলিং এবং কুচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।