ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভায় বাজেট বির্তক বয়কট বামফ্রন্টের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, জুলাই ১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট নিয়ে বিতর্ক বয়কট করেছে বামফ্রন্ট।

শনিবার থেকে তিনটি দফায় বাজেট বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার যে বাজেট নিয়ে বিরোধীরা সরব হন, তা নিয়েও শনিবার আলোচনা হয়। তবে সভায় উপস্থিত ছিলেন না বাম বিধায়কেরা।

এদিকে শনিবারজনস্বার্থ ও কারিগরি দফতরের বাজেট পেশ হয় বিধানসভায়। ওই দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘প্রেস কর্নারে বসে বিরোধীরা বিধানসভা চালাচ্ছেন। এটা খুব কুরুচিপূর্ণ। ’

শনিবার সাধারণত বিধানসভার অধিবেশন চলে না। তবে তা চললে আগে থেকে জানাতে হয়, এটাই প্রথা।

শুক্রবার দুপুরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, শনিবার অধিবেশন বসবে। এতে বামেরা উপস্থিত হবেন না জানিয়ে দিয়েছেন। কারণ, আগে থেকে তাদের
নির্ধারিত সূচি রয়েছে, যা এতো অল্প সময়ে পরিবর্তন করা সম্ভব নয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ মাস ধরে মুখ্যমন্ত্রীর বিবৃতি না পাওয়ায় শুক্রবার ওয়াকআউট করেন বাম বিধায়কেরা। বাজেট নিয়েও তারা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।