আগরতলা (ত্রিপুরা): আগামী এক বছরের মধ্যে ত্রিপুরা হবে ‘নির্মল রাজ্য’- এমনটি জানিয়েছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ।
শনিবার এক দিনের সফরে রাজ্যে যান জয়রাম।
বৈঠকে তিনি জানান, আগামী এক দশকের মধ্যে ভারত হবে নির্মল দেশ। এখন পর্যন্ত দেশের মধ্যে মাত্র একটি রাজ্য নির্মল রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে। সেটি উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিম।
জয়রাম রমেশ জানান, আগামী বছর দেশের মধ্যে আরও ৩টি রাজ্য নির্মল রাজ্য হতে যাচ্ছে। এ রাজ্যগুলো হলো- ত্রিপুরা, কেরালা এবং মিজোরাম।
তিনি জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কারণ বেশিরভাগ রোগ হয় ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানার কারণে।
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে দেশের প্রচুর টাকা খরচ হয়। এটা কমিয়ে আনার উপায় হচ্ছে মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ দেওয়া।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর