আগরতলা (ত্রিপুরা): আসামে বন্যার কারণে সমস্যায় পড়েছে ত্রিপুরা। ধারণা করা হচ্ছে ত্রিপুরায় খাদ্য সংকট সৃষ্টি হতে পারে।
এছাড়া, বন্যা এবং ভূমি ধসের ফলে রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে। শনিবার রাত থেকে শুরু হয়েছে সড়ক যোগাযোগ।
গত সোমবার থেকেই ত্রিপুরা অবশিষ্ট ভারত থেকে রেল এবং সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে আছে।
রেলওয়ে কর্তারা জানিয়েছেন, রেল যোগাযোগ ঠিক হতে এক মাস সময় লাগবে। গত ৬ দিন বন্ধ ছিল সড়ক যোগাযোগও।
ত্রিপুরাতে খাদ্য পণ্য এবং অন্য সামগ্রীর বেশিরভাগটাই আসে রেল পথে। রেল যোগাযোগ বন্ধ থাকায় আনা যাচ্ছে না খাদ্য সামগ্রী।
সবচেয়ে বড় সমস্যা তৈরি হতে পারে পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে। কারণ ৭ থেকে ৮ দিনের পেট্রোপণ্য মজুত আছে রাজ্যে।
অন্যদিকে, সমস্যা শুরু হয়ে গেছে গ্যাসের। গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এর সুযোগে বাজারে নেমে পড়েছে কালো বাজারীরা।
রেল যোগাযোগ ঠিক না হওয়া পর্যন্ত সড়ক পথে খাদ্য ও পেট্রোপণ্য সরবরাহের দাবি জানিয়েছে রাজ্য সরকার।
এ বিষয়ে খাদ্য মন্ত্রী মানিক দে নিজে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। দাবি জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য সরবরাহ সংস্থা এফসিআই এবং আইওসি’র কাছেও।
খাদ্য মন্ত্রী জানিয়েছেন, সড়ক পথে যদি খাদ্য ও পেট্রোপণ্য পাঠানো শুরু হয় তবে সমস্যা হবে না। কিন্তু যে অবস্থা তাতে যদি ফের ধস পড়ে রাস্তা বন্ধ হয় তাহলে সমস্যায় পড়তে হবে ত্রিপুরাকে।
মানিক দে জানান, রাস্তায় প্রচুর খাদ্য ও তেল আটকে আছে। আটকে আছে গ্যাসের বুলেটও।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর