কলকাতাঃ আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের ১৪১তম জন্মদিন ও মৃত্যুদিন উদযাপন করা হচ্ছে রাজ্যের সর্বত্র।
রোববার মহাকরণে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে দু’দিন আগেই দিনটি পালন করেন, তাই তিনি এদিন আসেননি।
রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধানভবনে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
তিনি বলেন, বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের রূপকার ছিলেন। দুর্গাপুর, কল্যাণী ও বিধাননগরের মত শহর গড়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবে পরিণত করেছিলেন। সেরকম স্বপ্ন দেখার মত মুখ্যমন্ত্রী কোথায়?
তিনি আরো বলেন, ডাক্তারির পাশাপাশি বিধানচন্দ্র রায় ১৪ বছর জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। এদিন তৃণমূলের সাংসদ সোমেন মিত্র বিধানভবনে গিয়ে বিধানচন্দ্রকে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
প্রতিবছরের মত এই দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে ‘জাতীয় চিকিৎসক দিবস’ও উদযাপন করা হয় ভারতে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর