কলকাতা: দলের বিরুদ্ধে মুখ খুলে শাস্তির মুখে পড়তে চলেছেন চৌরঙ্গির তৃণমূল বিধায়ক শিখা মিত্র।
প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পালনে রোববার কলকাতায় রাজ্য কংগ্রেসের সদর দফতরে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেন তৃণমূল সাংসদ সৌমেন মিত্রের স্ত্রী শিখা দেবী।
সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন, তিনি কোনো কাজ করতে পারছেন না। দলে তার কোনো বাক স্বাধীনতা নেই। তিনি যে ‘স্তাবকতা’ করতে পারবেন না, সেটাও পরিষ্কার জানিয়ে দেন।
এর পরই শিখা দেবীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে তৃণমূল ।
দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে শিখা মিত্রের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে বলে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি জানিয়েছেন।
তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী দু’এক দিনের মধ্যেই শিখা দেবীর বিরুদ্ধে ‘কড়া ব্যবস্থা’ নিতে চলেছে দল।
শিল্পমন্ত্রী বলেছেন, “দলের বড় সম্পদ শৃঙ্খলা। ব্যক্তি স্বার্থে সিপিএমের ঘরে এক পা ও কংগ্রেসের ঘরে এক পা রেখে কেউ যদি দলের শৃঙ্খলা ভাঙেন, তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে। ”
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে সম্পর্কের ‘অবনতি’ হয়েছে মিত্র দম্পত্তির। বিভিন্ন সময়ে বেশ কয়েকবার মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেন তিনি। এ অবস্থায় এখন শিখা দেবীর বিরুদ্ধে দল কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর