কলকাতা: রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য হিমঘর মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে সোমবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন দুপুরে মহাকরণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে, আগামী ২ সপ্তাহের মধ্যে মূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের নেতৃত্বে ১১ জনের একটি বিশেষ মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে এদিন।
বাজার পর্যালোচনার পাশাপাশি মুল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যাবস্থা নেবে এই কমিটি। আগামী ১৭ জুলাই ফের এই কমিটির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে ঠিক হয়েছে, বাজারে যে সমস্ত জিনিসের অপ্রতুলতা দেখা দিয়েছে সেগুলি অন্য রাজ্য থেকে আমদানি করা হবে। বিহারের কাটিহার থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। পাশাপাশি সবজি নিয়ে বিভিন্ন বাজারে যাওয়া গাড়িগুলি যাতে আটকে না পড়ে তার দিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দু’দিন আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী স্বয়ং দু’টি বাজার পরিদর্শন করেন। তিনি মুল্যবৃদ্ধির জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ারও কথা বলেন।
এছাড়া বামেদের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির কথা বলা হয়।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর