কলকাতা: ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশত বর্ষ উদযাপনের অংশ হিসেবে কবির স্মৃতি বিজড়িত ২টি বোটের রেপ্লিকা বাংলাদেশের তরফে শান্তিনিতেনের বিশ্বভারতীতে উপহার দেওয়া হচ্ছে।
বিশ্বভারতী সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই পদ্মা ও চপলা নামে ২টির বোটের রেপ্লিকা বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন।
বিশ্বভারতীর উদয়ন গৃহে আয়োজিত এ অনুষ্ঠানে ভারতের সংস্কৃতি মন্ত্রী কুমারী শৈলজাও অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর।