ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত সফরে পাকিস্তানি পররাষ্ট্র সচিব জিলানি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১২

নয়াদিল্লি: ভারতে সফরে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব জলিল জিলানি। মঙ্গলবার দুপুরে তিনি পাকিস্তান থেকে ভারতে আসেন।



বুধবার ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের সঙ্গে তিনি বৈঠক করবেন। তবে তার আগে মিরওয়াজ উমর ফারুকসহ একাধিক কাশ্মিরের হুরিয়ত নেতার সঙ্গে মিলিত হচ্ছেন জিলানি। যদিও বিষয়টি খুব একটা ভালো চোখে দেখছে না নয়াদিল্লি।

সম্প্রতি ভারতের হাতে ধরা পড়েছেন ২৬/১১ কাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী আবু হামজা। জেরায় হামজা জানিয়েছেন, মুম্বাই বিস্ফোরণের সঙ্গে প্রত্যক্ষ হাত রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ও জামাত-উদ-দোয়া (জেইউডি) প্রধান হাফিজ সঈদের।

মনে করা হচ্ছে, বুধবার বৈঠকে বিষয়টি তুলে পাকিস্তানি পররাষ্ট্র সচিবকে চাপ দেবে নর্থ ব্লক। বৈঠকে বাণিজ্য, ভিসা, সিয়াচেন সমস্যা ও স্যার ক্রিক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাকিস্তান জেলে বন্দী সরবজিত সিংহের মুক্তির জন্যও ভারতের পক্ষ থেকে চাপ দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।