নয়াদিল্লি: অবশেষে কাটলো এয়ার ইন্ডিয়ার পাইলট জট। বুধবার দিল্লির যন্তরমন্তরে এক সাংবাদিক সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা আগামী শুক্রবার থেকে কাজে যোগ দেবেন।
গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এয়ার ইন্ডিয়ার পাইলটদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এর পাশাপাশি বিমানমন্ত্রী অজিত সিংহ ধর্মঘটী পাইলটদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাসও দিয়েছিলেন।
এরপর রাতে পাইলটদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, ধর্মঘট তুলে নেওয়া হবে। হাইকোর্টের নির্দেশ মেনেই তারা ধর্মঘট তুলে নিচ্ছেন বলে এদিন মন্তব্য করা হয়।
তবে আগামী ৯ জুলাই ফের আদালতে আবেদন জানানো হবে বলে জানানো হয়।
উল্লেখ, বোয়িং ড্রিমলাইনের ট্রেনিং নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে এয়ার ইন্ডিয়ার পাইলটদের মতবিরোধের জেরে গত ৫৮ দিন ধরে ধর্মঘট চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার অনেক পাইলট। এর জেরে দীর্ঘদিন ধরে ভারতের দেশীয় ও আন্তর্দেশীয় বিমান পরিসেবা অনেকাংশে ব্যাহত হয়।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর