ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার কড়া পদক্ষেপে দাম কমেছে কাঁচা বাজারে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া পদক্ষেপ ও প্রশাসনের নজরদারিতে কাঁচা বাজারে বেড়েছে সবজির যোগান। আর এর ফলে এক লাফে বুধবার কলকাতায় সবজির দাম কমেছে কেজি প্রতি ৫ থেকে ১০ রুপি৷

দিন দুয়েক আগেই মূল্যবৃদ্ধি রোধে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

এরপর বাজারগুলোতে শুরু হয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নজরদারি৷

কাঁচা বাজারে যে সমস্ত সবজির দাম ছিল গড়ে ৩০ থেকে ৩৫ রুপি, তার দাম কমে দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ রুপি৷

কমেছে কাঁচা মরিচের দামও৷ কলকাতায় প্রতি কেজি ১৫০ থেকে ২০০ রুপি বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম দাঁড়িয়েছে ৬০ থেকে ১০০ রুপি৷

তবে অন্যান্য সবজির দাম কমলেও কমেনি আলুর দাম৷ কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ রুপিতে৷ হিমঘরে মজুত থাকা আলুর জোগান নতুন করে না বাড়াকেই এর কারণ হিসেবে দেখছেন  ব্যবসায়ীরা৷

চাল-ডাল-তেল প্রভৃতির দাম কিন্তু এখনও বাড়তির দিকে৷ লিটার প্রতি সরিষার তেলের দাম ১০০ রুপি। মুগ, মসুর প্রভৃতি ডালের দামও অনেকটাই চড়া৷ ভালো চালের দাম বেড়েছে কেজি প্রতি ১০ রুপি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।