কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া পদক্ষেপ ও প্রশাসনের নজরদারিতে কাঁচা বাজারে বেড়েছে সবজির যোগান। আর এর ফলে এক লাফে বুধবার কলকাতায় সবজির দাম কমেছে কেজি প্রতি ৫ থেকে ১০ রুপি৷
দিন দুয়েক আগেই মূল্যবৃদ্ধি রোধে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
কাঁচা বাজারে যে সমস্ত সবজির দাম ছিল গড়ে ৩০ থেকে ৩৫ রুপি, তার দাম কমে দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ রুপি৷
কমেছে কাঁচা মরিচের দামও৷ কলকাতায় প্রতি কেজি ১৫০ থেকে ২০০ রুপি বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম দাঁড়িয়েছে ৬০ থেকে ১০০ রুপি৷
তবে অন্যান্য সবজির দাম কমলেও কমেনি আলুর দাম৷ কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ রুপিতে৷ হিমঘরে মজুত থাকা আলুর জোগান নতুন করে না বাড়াকেই এর কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা৷
চাল-ডাল-তেল প্রভৃতির দাম কিন্তু এখনও বাড়তির দিকে৷ লিটার প্রতি সরিষার তেলের দাম ১০০ রুপি। মুগ, মসুর প্রভৃতি ডালের দামও অনেকটাই চড়া৷ ভালো চালের দাম বেড়েছে কেজি প্রতি ১০ রুপি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর