কলকাতা: আগামী ২৫ ও ২৬ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে কলকাতার ৪টি ট্যাক্সি সংগঠন। ভাড়া বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে ট্যাক্সির ধর্মঘটের ডাক দিয়েছে তারা।
বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দফতর থেকে শুক্রবার ধর্মঘটের কথা ঘোষণা করা হয়।
তাদের দাবি, জ্বালানি খরচ বেড়েছে। বেড়েছে আনুষঙ্গিক খরচও। ভাড়া না বাড়ালে গাড়ি চালানো কার্যত অসম্ভব বলেই মনে করছে ট্যাক্সি সংগঠনগুলো।
ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে একাধিকবার ভাড়া বৃদ্ধির দাবি জানানো হলেও পরিবহনমন্ত্রী তা খারিজ করে দিয়েছেন।
ধর্মঘটে যোগ দিচ্ছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়ন ও ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন।
ট্যাক্সির নূন্যতম ভাড়া ৩০ রুপি করার দাবি জানিয়েছে ট্যাক্সি ইউনিয়নগুলো।
কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে রোজ পথে নামে প্রায় ৩৫ হাজার ট্যাক্সি। এর মধ্যে প্রায় ৩০ হাজার ট্যাক্সি ধর্মঘটে যোগ দিতে চলেছে। ফলে ওই দু’দিন যথেষ্ট অসুবিধেয় পড়বেন সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর