কলকাতা: রাজ্যে ২টি পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার ৩ জন নিহত হয়েছেন।
এদিন সকাল ১০টা নাগাদ দ্বিতীয় হুগলী সেতু থেকে কিছু দূরে সাঁতরাগাছি ব্রিজের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত হন ২ মোটরবাইক আরোহীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাস ও লরি রেষারেষি করার সময় সামনে থেকে আসা একটি মোটরবাইককে বাসটি মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাইক আরোহী ২ জন নিহত হন। ঘটনার পর লাশ আটকে রেখে স্থানীয় মানুষ সড়ক অবরোধ করে।
তাদের দাবি, রেষারেষির জেরে এই এলাকায় মাঝে মাঝেই এরকম দুর্ঘটনা ঘটছে। তাদের অবরোধে এলাকায় প্রায় ১ ঘণ্টা যানচলাচল ব্যাহত হয়। পরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে, কলকাতায় বাসের ধাক্কায় নিহত হন এক সাইকেল আরোহী। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে নিউ আলিপুরে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ আলিপুরে এক মধ্যবয়সী সাইকেল আরোহী আমতলা থেকে রুবি হাসপাতালের দিকে যাওয়া একটি বেসরকারি বাসের সামনে পড়ে যান। ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহী নিহত হন।
নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠায়। ঘটনার পরই বাসটিতে ভাঙচুর চালায় স্থানীয় জনতা। বাসের চালক ও হেলপার পলাতক। বাসটিকে আটক করেছে নিউআলিপুর থানার পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর