ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেরুদণ্ডহীন রাজনৈতিক নেতার সংখ্যা বাড়ছে: মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১২
মেরুদণ্ডহীন রাজনৈতিক নেতার সংখ্যা বাড়ছে: মমতা

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেসবুকে তার নতুন পোস্টে লিখেছেন, “মেরুদণ্ডহীন তথাকথিত ‘রাজনৈতিক নেতা’র সংখ্যা দিন দিন বাড়ছে। এসব দেখে আজকাল আর অবাক হই না।

আমার মতে, বিষয়টি গবেষণার ক্ষেত্র হিসেবে যথেষ্ট সম্ভাবনাময় হয়ে উঠছে। ”

তিনি আরও লিখেছেন, “বহু চর্চিত আদর্শ, সাহস ও সাধারণ মানুষের কাছাকাছি থাকার সেই প্রবণতা আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই রাজনৈতিক নেতানেত্রীরা দুর্বল হয়ে পড়ছেন। সাধারণ মানুষের এবং সত্য খোঁজার জন্য লড়াই করতে ভয় পাচ্ছেন। ”

মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি সেই নেতৃত্বে বিশ্বাস করি, যেখানে সাধারণ মানুষের দাবিকে তুলে ধরে মনুষত্বের বিকাশ ঘটে। আদর্শ ও মূল্যবোধহীন রাজনৈতিক নেতৃত্বের দুরবস্থার কথা আজকের তরুণ প্রজন্ম অনুধাবন করবে বলে আমার আশা। সাধারণ মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। ”

তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন, “নব প্রজন্মের কাছে আমার অনুরোধ, জেগে ওঠো, লড়াই করো। চিত্তকে ভয়শূন্য করতে হবে। চলুন, আমরা সাধারণ মানুষের জন্য আমাদের উৎসর্গ করি। ”

যদিও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ব্যাখ্যা, স্বার্থের জন্য বিরোধীদের হাত শক্ত করে দৃঢ় সংকল্প থেকে দূরে সরে যাওয়া দলের একাংশের উদ্দেশেই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, শরিক কংগ্রেসেরও দাবি, মমতা সমালোচনা করেছেন দলীয় নেতাদের একাংশেরই।

উল্লেখ্য, ইদানিং কোনো সংবাদ সম্মেলন না করে ফেসবুকে বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করছেন মমতা ব্যানার্জি।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।