আগরতলা (ত্রিপুরা) : দেশের সংবিধান রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। শনিবার ত্রিপুরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই বলেছেন ভারতের রাষ্ট্রপতি পদ প্রার্থী প্রণব মুখার্জী।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে তিনি শনিবার ত্রিপুরায় আসেন।
সিপিএম এবং কংগ্রেস বিধায়ক সাংসদ এবং মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রণব মুখার্জী সাংবাদিকদের মুখোমুখি হন। মাত্র ১৫ মিনিট কথা বলেন তিনি সাংবাদক সম্মেলনে।
তিনি বলেন, “আমি এখানে মন্ত্রী বা দলের সদস্য হিসেবে আসিনি। ফলে কোনো ধরনের রাজনৈতিক মন্তব্য করবো না। ”
তবে তিনি তার দল কংগ্রেসের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি দলকে যতোটা দিয়েছি দল তার চেয়ে আমাকে অনেক বেশি দিয়েছে। ”
প্রণব মুখার্জীর বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে লড়ছেন পি এ সাংমা। তিনি উত্তর-পূর্বাঞ্চলের মানুষ। প্রণব মুখার্জী জানান, উত্তর-পূর্বাঞ্চলে ভোট প্রচারে এসে তার প্রতি সমর্থন দেখে তিনি অভিভূত।
তাকে সমর্থন করার জন্য এ আঞ্চলের সবকটি রাজনৈতিক দলকে তিনি ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর