কলকাতা: কলকাতার বড়বাজারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৯টার দিকে যমুনালাল বাজাজ স্ট্রিটের একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
প্রথমে দোতলার কাপড়ের গুদামে আগুন লাগলেও কিছুক্ষণের মধ্যে গোটা বহুতলেই আগুন ছড়িয়ে পড়ে। ভারতীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বেড়ে চলে।
পানির অভাবে প্রায় ১ ঘণ্টা আগুন নিভানোর কাজ বন্ধ ছিল। ভয়ে আতঙ্কে আশে পাশের ভবনগুলোর গোডাউন থেকে শ্রমিকরা মালমাল সরিয়ে নেয়।
দমকলের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভবনটি সরু গলির মধ্যে হওয়ায় দমকলের গাড়ির ভেতরে ঢুকতে অসুবিধা হয়। পাশের একটি বাড়ির ছাদ থেকেও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে।
আগুন নিয়ন্ত্রণে রাখতে ওই বহুতলের দেওয়াল ঠাণ্ডা রাখার চেষ্টা চালায় দমকলকর্মীরা।
খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী জাভেদ খান। পানির অভাব নিয়ে অভিযোগ উঠলেও তা মানতে চাননি তিনি।
এসি মেশিন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনার জেরে আশেপাশের বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর