গৌহাটি: ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে বন্যায় বিভিন্ন প্রজাতির কমপক্ষে ৫৪৮টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে ১৪টি গণ্ডারও রয়েছে।
প্রায় গোটা রাজ্যই বানভাসি। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আসমে গিয়ে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্য সরকারকে।
এখনও প্রায় ২২ লাখ মানুষ জলবন্দি। তবে রোববার সরকারি সূত্রে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র এবং তার শাখা নদীগুলির পানি আগে বিপদসীমার উপর দিয়ে বইলেও এখন কিছুটা নেমেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর