আগরতলা (ত্রিপুরা) : একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ জিতল ত্রিপুরা সফররত বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার বিকেলে দর্শকে ঠাসা উমাকান্ত স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়ে দেয় ত্রিপুরা একাদশকে।
এই প্রদর্শনী ম্যাচ ঘিরে ফুটবল জ্বরে আক্রান্ত ছিল রাজ্যের রাজধানী। উমাকান্ত স্টেডিয়াম এদিন ভেসে যায় মানুষের স্রোতে। প্রায় পনের হাজার মানুষ সমবেত হয়েছিলেন মাঠে। যারা টিকিট পাননি তারা ছিলেন রাস্তায় দাঁড়িয়ে। বিকাল তিনটায় খেলা শুরু হবার কথা থাকলেও এর অনেক আগে থেকেই উমাকান্ত স্টেডিয়াম সংলগ্ন রাস্তা মানুষে মানুষে সয়লাব হয়ে যায়।
খেলার সময় মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী, শিল্প মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক পবিত্র কর, ক্রীড়া পর্ষদের সচিব কমল সাহা প্রমুখ।
মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ত্রিপুরা একাদশের মধ্যকার ফুটবল ম্যাচটি প্রথম থেকেই জমে ওঠে। প্রথম অর্ধের শেষ দিকে বাংলাদেশের আলফাজ গোল করে নিজের দলকে এগিয়ে দেন।
দ্বিতীয় অর্ধে কোন দলই আর গোল করার সুযোগ পাননি। শেষ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়লাভ করে ১-০ গোলের ব্যবধানে।
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর