কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কলকাতায় প্রচারে আসা ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জি সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।
তাকে সমর্থনের প্রশ্নে চাইলে তার সাথে
এদিন তিনি বিধানসভায় বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে রাজি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে কথা বলতে রাজি হবেন তখনই।
বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তৃণমূল এখনও তাদের সিদ্ধান্ত নেয়নি। কাজেই তারা আগে সিদ্ধান্ত নিক। ’ এরপরে তিনি জানান, তিনি আর এ ব্যাপারে কথা বলবেন না। নিজেকে তিনি কোথাও ছোটও করেননি, বড়ও করেননি।
তিনি নস্টালজিক হয়ে বলেন, ‘১৯৬৯ সালের ৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হই। দীর্ঘ রাজনৈতিক জীবনে সহকর্মীদের থেকে অনেক কিছু নিয়েছি, দিয়েছি সামান্যই। রাষ্ট্রপতি হয়ে ভারতের সংবিধানকে সুরক্ষিত রাখতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর