কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্ব মানবিকতার প্রাণকেন্দ্র বিশ্বভারতীই জঘন্যতম অমানবিক ঘটনার সাক্ষী হল।
একটি ১০ বছরের ছাত্রীকে বিছানায় প্রস্রাব করার জন্য সেই প্রস্রাব তাকে খাওয়ালেন পাঠভবনের ওয়ার্ডেন উমা পোদ্দার।
সোমবার তাদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক পীযুষ ঘোষ,ওয়ার্ডেন উমা পোদ্দারকে ভর্ৎসনা করেন এবং ব্যক্তিগত ২০০ রুপির বন্ডে তাকে জামিন দেন। একইসঙ্গে ছাত্রীর মা-বাবাকেও জামিন দেওয়া হয়।
বিশ্বভারতীর অভিযোগ, ওই ছাত্রীর মা-বাবা কয়েকজন স্থানীয় মানুষকে নিয়ে হস্টেলে ঢোকে তারপর মেয়েকে সেখানে থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।
বিশ্বভারতীর দাবি, এভাবেই ছাত্রীর মা-বাবা হস্টেলের শান্তি বিঘ্নিত করেছে। হস্টেলে ঢুকে তারা অভব্য আচরণ করেছেন।
এ ব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষ পুলিশকে লিখিত অভিযোগ জানায়। তার ভিত্তিতেই পুলিশ ছাত্রীর মা-বাবাকে গ্রেফতার করে। এদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ এফআইআর-এর কথা অস্বীকার করেন।
এই ঘটনাকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সমাজের বিভিন্ন মহলেই তীব্র ক্ষোভ দেখা দেয়।
কলকাতায় হাইকোর্টের কয়েকজন আইনজীবী এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলাও দাখিল করেন। যদিও এই ঘটনার পরে সরকারের তরফে কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে বিশ্বভারতী জানিয়েছে তদন্ত করে বিষয়টিকে দেখা হবে।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর