ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের সুপ্রিম কোর্টে বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
ভারতের সুপ্রিম কোর্টে বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

নয়াদিল্লি: এবার সীমান্তে বাংলাদেশি হত্যা নয়, নিজ দেশের নাগরিকদের বিনা বিচারে হত্যার অভিযোগ উঠেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-র উপর।

ভারতের সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গের একটি এনজিও বাংলার মানবধিকার সুরক্ষা মঞ্চ সোমবার এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছে।




বিচারপতি বিএস চৌহান ও বিচারপতি এস কুমারের বেঞ্চে এ আবেদন করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে প্রায় ২০০`র বেশি ভারতীয় নাগরিককে ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে, বিএসএফ বিনা বিচারে হত্যার সঙ্গে যুক্ত। সেই সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের ঘটনার কেসগুলি তদন্ত না করে পশ্চিমবঙ্গ পুলিশ আইনের শাসনকে ব্যঙ্গ করেছে।


আবেদনকারি এনজিওটির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কলিন্স গঞ্জালভেস তার পিটিশানে বলেছেন, এই সব ঘটনার মধ্যে ১০০টি কেসে প্রত্যক্ষদর্শী আছেন।  

তিনি তার পিটিশানে অভিযোগ করে বলেছেন, ঘটনাগুলোতে অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে পুলিশ এফআইআর না করে, নিহতদের বিরুদ্ধেই এফআইআর করে কেস বন্ধ করে দিয়েছে। যার ফলে ২০০টি বেশি হত্যার অভিযোগে ১টি কেসেরই মাত্র তদন্ত করেছে পুলিশ।

এই পিটিশানে আরও বলা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই বিএসএফ আইনের ঊধ্বে ওঠে কাজ করেছে। সবকটি অভিযোগের বিরুদ্ধে কৃত্রিম ব্যাখা তুলে ধরে, প্রত্যক্ষদর্শীর বক্তব্য নথিভুক্ত না করে, তদন্ত না চালিয়ে কেস বন্ধ করা হয়েছে।

বিএসএফের বিরুদ্ধে ওঠা এই মারাত্বক অভিযোগে জন্য ভারত সরকারে কাছে আগামী ৩ সপ্তাহের মধ্যে জবাবদিহি চেয়েছে সুপ্রিম কোর্ট।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।