ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আনসারির সমর্থনে দেব গৌড়াকে ফোন মনমোহনের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১২

নয়াদিল্লি: দ্বিতীয় বারের জন্য ভারতের উপরাষ্ট্রপতি পদে ফের হামিদ আনসারিকেই রেখে দিতে চাইছে ইউপিএ। এ বিষয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং ইতিমধ্যেই ইউপিএ জোটের বাইরের দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন।



মঙ্গলবারই তিনি ফোনে কথা বলেন জনতা দল সেক্যুলার (জেডিএস) প্রধান এইচ ডি দেব গৌড়ার সঙ্গে।

রাজনৈতিক সূত্রের খবর, উপরাষ্ট্রপতি পদে ইউপিএ প্রার্থীকে সমর্থন জানাতে পারেন দেব গৌড়া। তেমনি এসপি, বিএসপিও আনসারিকেই সমর্থন দিতে তৈরি বলে জানা গেছে।

এর আগে সোমবারই উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের সঙ্গে টেলিফোনে কথা বলেন মনমোহন সিংহ। যদিও সিপিএম এখনো তাদের অবস্থান স্পষ্ট করে কিছুই জানায়নি। মনে করা হচ্ছে, মঙ্গলবারই সিপিএম তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে পারে।

উল্লেখ্য, ২০০৭ সালে সিপিএম মনোনীত হামিদ আনসারিকে উপরাষ্ট্রপতি পদে সমর্থন দিয়েছিল ইউপিএ। আগামী ১০ আগস্ট মেয়াদ শেষ হচ্ছে আনসারির।

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী ৭ আগস্ট। এ বিষয়ে ৬ জুলাই নোটিফিকেশন জারি হয়েছে। ২০ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়া ও ২৩ জুলাই প্রত্যাহারের শেষ দিন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।