কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে সিপিএমের দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিধায়ক রেজ্জাক মোল্লা ও বাদল জমাদার কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় আক্রান্ত হয়েছেন।
এদিন ভাঙরের ২ নং ব্লকের বিজয়গঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে বেলা ১১টায় বৈঠক শুরু হয়।
দলীয় কর্মীরা আতঙ্কে ছত্রভঙ হয়ে যায়। আক্রান্ত হন বিধায়ক। দুষ্কৃতিকারীরা আরাবুল ইসলামের দলের লোক বলেও জানায়। তাদের নির্দেশ, সিপিএমকে অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এটা আরাবুল ইসলামের এলাকা। আগামী পঞ্চায়েত নির্বাচনেও তারা অংশ নিতেও পারবেন না।
এ ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে দাবি করেন রেজ্জাক মোল্লা। তিনি ভাঙরের কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
আরাবুল ইসলামের দাবি তৃনমূলের কর্মীরা একাজ করে নি। স্থানীয় মানুষেরা একাজ করেছে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর