আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল নিয়ে জটিলতা আরও বেড়েছে। মঙ্গলবার আদালত এক রায়ে পরীক্ষার সমস্ত খাতা আদালতে জমা দিতে বলেছেন।
গত ৭ জুন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল বের হওয়ার পর ৩ শিক্ষার্থী ওই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেন। নিম্ন আদালত এ মামলা খারিজ করে দিলেও পরে হাইকোর্টে যান ওই ৩ শিক্ষীর্থী।
প্রাথমিকভাবে হাইকোর্ট জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং একদিন পিছিয়ে দেন। মঙ্গলবার সেই মামলার পুনরায় শুনানি হয়। বোর্ডের পক্ষে জবাবও দেওয়া হয়। কিন্তু তাদের সে বক্তব্যে মোটেই সন্তুষ্ট হননি আদালত। তাই সমস্ত খাতা বাজেয়াপ্ত করে আদালতে দিতে বলা হয়। ইঞ্জিনিয়ারিং’এর কাউন্সিলিং স্থগিত ঘোষণা করেছেন আদালত।
এদিকে ভীষণ চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা। যদি পরবর্তী সময়ে গোটা প্রক্রিয়া বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন তারা। আর যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিক্যাল কলেজে ভর্তির শেষ দিন হচ্ছে ৩০ জুলাই। এ সময়ের মধ্যে সমস্ত কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়া শেষ না হলে রাজ্যের ছেলে-মেয়েরা এ বছর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার আর সুযোগ পাবেন না।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর