কলকাতা: সর্বভারতীয় বার কাউন্সিলের ডাকে আইনজীবীদের ২ দিনের কর্মবিরতি বুধবার থেকে শুরু হয়েছে ভারতের সব জায়গায়।
বুধবার ভারতের ১৭ লাখ আইনজীবী এ কর্মবিরতিতে অংশ নেন।
কলকাতা হাইকোর্টসহ রাজ্যের প্রতিটি আদালতে সব কাজ বন্ধ ছিল বুধবার। আইনজীবীদের কর্মবিরতির ফলে আদালতের কাজকর্ম ব্যহত হয়।
তাই দূর-দূরান্ত থেকে মানুষ বিচারের অপেক্ষায় আদালতে এলেও তাদের প্রত্যাশা পূরণ হয়নি।
উল্লেখ্য, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বাল উচ্চশিক্ষা নিয়ে কয়েক দিন আগে একটি বিল পাস করেন। বিলে বার কাউন্সিলের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে বার কাউন্সিল অব ইন্ডিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আইনজীবীরা ২ দিনের কর্মবিরতির ডাক দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
আরডি/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর