নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পর এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীকে কেন্দ্র করে ইউপিএ-২ প্রার্থীকে সর্মথনের প্রশ্নে তৃণমূলের ভূমিকা স্পষ্ট হবে শনিবার৷
কংগ্রেস সূত্রে জানা গেছে, বর্তমানের উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে দ্বিতীয় বারের জন্য প্রার্থী করতে চলেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী মনমোহনের ডাকে সাড়া দিয়ে বামদল সিপিএম রাষ্ট্রপতি পদের মতোই ইউপিএ প্রার্থীকেই সমর্থন করছে বলে জানিয়ে দিয়েছে।
সমর্থন পেতে অপর বামদল সিপিআই নেতা এবি বর্ধনকে ফোন করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ৷
অপরদিকে, রাষ্ট্রপতি পদের সমর্থনের পর এনডিএ জোট শরিক নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের হামিদ আনসারিকেই সমর্থনের ইঙ্গিত মিলেছে।
দিল্লির তৃণমূল সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের মতোই ইউপিএ`র প্রার্থীকে সমর্থন করতে নারাজ তৃণমূল। এক্ষেত্রে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পছন্দের প্রার্থী পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও সাবেক সাংসদ কৃষ্ণা বসু৷
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করে প্রধানমন্ত্রী মনমোহন সিং শনিবার ইউপিএ-র বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন৷
জানা গেছে, মুখ্যমন্ত্রী যোগ না দিলেও ওই বৈঠকে যোগ দেবেন রেলমন্ত্রী মুকুল রায়৷
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ৩ দিন আগেই দলীয় অবস্থান চূড়ান্ত করার কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি৷ এই প্রেক্ষাপটে, মুকুল রায় রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অবস্থান প্রসঙ্গে মমতার বার্তা প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধীর কাছে পৌঁছে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি উপরাষ্ট্রপতি পদে মমতার পছন্দ হিসাবে গোপালকৃষ্ণ গান্ধী ও কৃষ্ণা বসুর নামও ইউপিএর বৈঠকে মুকুল রায় পেশ করতে পারেন বলে মনে করা হচ্ছে৷
অর্থাৎ শনিবারেরর ইউপিএ`র বৈঠকের পরই জানা যাবে তৃণমূল কোন পথে হাঁটবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর