কলকাতা: কবিগুরুর স্মৃতি-জড়ানো পদ্মাবোটটি এখন আছে কুষ্টিয়ায়। তারই একটি রেপ্লিকা এবার এলো কলকাতায়।
রবীন্দ্রনাথের সার্ধশতজন্মবর্ষ উপলক্ষে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগের অঙ্গ হিসেবে পদ্মাবোটের রেপ্লিকাটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়।
চম্বল টিক কাঠের চার ফুট বাই এক ফুট তিন ইঞ্চির রেপ্লিকাটি এখন রাখা আছে বিচিত্রা ভবনে রবীন্দ্রভারতী সংগ্রহশালায়।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিন্ময় গুহ বৃহস্পতিবার বাংলানিউজকে বলেন, বোটটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিগগিরই।
জানা গেছে, ১৭ জুলাই এর উদ্বোধনের কথা থাকলেও কোন একটি কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
এ দিকে ‘পদ্মা’ এবং ‘চপলা’ দুটি বোটেরই রেপ্লিকা বিশ্বভারতী-কেও উপহার দিয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়।
বিশ্বভারতী সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই পদ্মা ও চপলা নামে ২টি বোটের রেপ্লিকা বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন।
বিশ্বভারতীর উদয়ন গৃহে আয়োজিত এ অনুষ্ঠানে ভারতের সংস্কৃতি মন্ত্রী কুমারী শৈলজাও অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর