নয়াদিল্লি : ভারতে তাকে `মোস্ট এলিজেবল্ ব্যাচেলার` বলা হয়। কিন্তু তা বলে বিয়ের দাবিতে অনশন! কংগ্রেসের যুবরাজ ভাবি প্রধানমন্ত্রী রূপে প্রজেক্টেট রাহুল গান্ধীর জীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম।
গত ৯ জুলাই থেকে দিল্লির যন্তরমন্তরের সামনে অনশনে বসেছেন রাজস্থানের জয়পুরের ওম শান্তি শর্মা। মরুরাজ্যের এই বাসিন্দার দাবি - তার নিজের মেয়ের সঙ্গে ভারতের `ইয়ুথ আইকন` রাহুল গান্ধীর বিয়ে দিতে চান।
আর মেয়ের বিয়েতে `পণ` হিসেবে নগদ ১৫ কোটি রুপির পাশাপাশি নিজের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি দিতে চান শ্রীমতি শর্মা।
তবে মুখে কোনও স্লোগান তোলা বা জোরগলায় দাবি পেশের চেষ্টা করছেন না তিনি। হলুদ শাড়ি পড়ে চুপচাপই প্রায় মৌন হয়ে বসে রয়েছেন যন্তরমন্তর প্রাঙ্গণে। শুধু মৃদু গলায় জানিয়ে চলেছেন, তাঁর মেয়ে নেহরু-গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্যকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না।
এদিকে, অপর এক বিক্ষোভকারী সন্তোষ মুরাত সিং শুক্রবার যন্তরমন্তরে সাংবাদিকদের জানান, পরিবারের লোকজনেরা এরআগে তাকে মৃত বলে ঘোষণা করেছিল। অথচ প্রচারের আলোয় তিনি নেই। গুরুত্ব পাচ্ছেন মিসেস শর্মার মেয়েই।
এখন দিল্লী পুলিশ এই দুই জনকে নিয়ে যথেষ্ট অস্বস্তিতে। পুলিশ বলছে, মিসেস শর্মা মানসিক ভারসাম্যহীন। কোনো অনুমতি ছাড়াই তিনি এখানে প্রতিবাদ করেছেন।
বাংলাদেশ সময় : ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com