কলকাতা: অবশেষে জামিন পেলেন নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অভিযুক্ত সিপিএমের হলদিয়ার সাবেক সাংসদ লক্ষ্মণ শেঠ। তিনি ১১৮ দিন জেলে ছিলেন।
শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারক অসীম কুমার রায় ও তৌফিকউদ্দিনের ডিভিশন বেঞ্চ বেশকিছু সর্তের ভিত্তিতে তাকে এ জামিন দেন। সর্তগুলো হচ্ছে- লক্ষ্মণ শেঠ পূর্বমেদিনীপুর জেলায় ঢুকতে পারবেন না, সপ্তাহে দুদিন তাকে স্থানীয় থানায় গিয়ে হাজিরা দিতে হবে।
স্থানীয় দুজন জামিনদারের মাধ্যমে ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে তাকে এ জামিন দেওয়া হয়।
এদিন বিচারপতি আদালতে প্রশ্ন করেন, নন্দীগ্রাম নিখোঁজ মামলার তদন্ত চলছে কিনা এবং এ মামলার চার্জশিট জমা পড়েছে কিনা। গত ৩০ শে জানুয়ারি এ মামলায় ৮৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পরে।
উল্লেখ্য, গত ১৬ই মার্চ লক্ষ্মণ শেঠকে পুলিশ গ্রেফতার করে। ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের সোনাচুড়া থেকে তেখালিতে মিছিলের ওপরে সিপিএমের কর্মীরা হামলা চালালে ৭ জন নিখোঁজ হন। সেই ৭ ব্যক্তির স্ত্রীরা এ মামলা করেন।
এদিন পূর্বমেদিনীপুরের তৃণমূলের সাংসদ শুভেন্দু অধিকারি বলেন, “লক্ষ্মণ শেঠ জামিন বাতিলের জন্য সিআইডিকে উচ্চ আদালতে যেতে বলবো। কারণ তদন্ত এখনও চলছে। ”
অন্যদিকে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “সত্যের জয় হল। এটা আইনি জয়। লক্ষ্মণ শেঠ ও সুশান্ত ঘোষের সঙ্গে সরকারের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছে, তা সঠিক ছিল না। সেটাই আবারও প্রমাণিত হল। ’
হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ও লক্ষ্মণ শেঠের স্ত্রী তমালিকা পণ্ডা শেঠ বলেন, “ দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। ”
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর