ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হামিদ আনসারিই ইউপিএর উপরাষ্ট্রপতি প্রার্থী

নয়াদিল্লি ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রীর মনমোহন সিংয়ের বাসভবনে শনিবার রাতের নৈশভোজে ক্ষমতাসীন জোট ইউপিএর বৈঠকে জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী উপরাষ্ট্রপতি পদের জন্য বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির নাম ঘোষণা করেন। বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষে রেলমন্ত্রী মুকুল রায় উপস্থিত ছিলেন।

আধ ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত ঘোষিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম জানান, সর্বসম্মতিক্রমে ইউপিএর পক্ষ থেকে হামিদ আনসারিকে প্রার্থী করা হয়েছে।

তিনি জানান, বামেদের পক্ষে প্রকাশ কারাত, সমাজবাদী পার্টির মুলায়ম সিং ও বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী ইউপিএর প্রার্থীকে সমর্থন করবেন জানিয়ে দিয়েছেন।

তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, আর কোনো প্রার্থীর নাম বৈঠকে উঠেছিল কিনা। চিদাম্বরম বলেন, সেটা তৃণমূলের পক্ষ থেকে জানানো হবে।

এদিকে বৈঠকে উপস্থিত তৃণমূল নেতা ও রেলমন্ত্রী মুকুল রায় বলেন, তৃণমূলের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদের জন্য গোপাল কৃষ্ণ গান্ধী ও কৃষ্ণা বসুর নাম তিনি বিবেচনা করার কথা বলেছেন। সিদ্ধান্ত তিনি দলের সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাবেন। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন, উপরাষ্ট্রপতি হিসেবে তারা হামিদ আনসারিকে সমর্থন করবেন কিনা।

উল্লেখ্য, আগামী ৭ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। হামিদ আনসারিকে মনোনীত করার জন্য ৩৯৬টি ভোটের প্রয়োজন। কংগ্রেসের জোটে আছেন ৪৪৪ জন সাংসদ। এক্ষেত্রে তৃণমূল হামিদ আনসারিকে সমর্থন না করলে ২৮টি ভোট বাদ যাবে তাতে হামিদ আনসারির উপরাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

কারণ, ইতিমধ্যেই হামিদ আনসারিকে বাম, জনতা দল সেক্যুলার, বহুজন সমাজবাদী পার্টি, সমাজবাদী পার্টি ও অন্যান্য দল ইউপিএর প্রার্থীকে সমর্থন করবে বলে জানিয়েছে।

২৩৬ জন সাংসদ কংগ্রেসের বিপক্ষে ভোট দেবেন। তাদের মধ্যে রয়েছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, জনতা দল(ইউনাইটেড), এআইএডিএমকে, শিবসেনা এবং বিজেডির সাংসদরা।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।