ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কালামের পর মমতার প্রার্থী হতে নারাজ গোপালকৃষ্ণ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২

নয়াদিল্লি: আবারও বড় ধাক্কা খেলেন মমতা ব্যানার্জি। ভারতের রাষ্ট্রপতি পদে তার প্রার্থী এপিজে আবদুল কালাম না করার পর এবার উপরাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করলেন তার প্রস্তাবিত প্রার্থী পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী।

অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের মতোই ইউপিএ`র উপরাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করছে না বাম শিবিরের একাংশ।

এর আগে, প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম ও লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জির সম্মতি না নিয়েই তৃণমূলের তরফে তাদের নাম রাষ্ট্রপতি পদে প্রস্তাব করেছিলেন মমতা ব্যানার্জি।

প্রায় একই র্ফমুলায় উপরাষ্ট্রপতি পদে গোপাল কৃষ্ণ গান্ধীর মত ছাড়াই শনিবার ইউপিএ-র বৈঠকে তৃণমূলের তরফে নাম প্রস্তাব করা হয়৷ ইউপিএ-র তরফে এ প্রস্তাবকে নাকচ করা হয়।

কালামের মতো রোববার তৃণমূলের প্রস্তাবে তার যে সম্মতি নেই তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মহাত্মা গান্ধীর নাতি গোপাল কৃষ্ণ।

অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের মতো ইউপিএ প্রার্থী বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে সমর্থনের প্রশ্নে এখন দ্বিধাবিভক্ত বাম শিবির।

বাম দল আরএসপি-র নেতা অবনী রায় এদিন বলেন, “হামিদ আনসারিকে তারা সমর্থন করবেন না। তারা ভোট দানে বিরত থাকবেন। ”

তবে অপর ৩ বাম দল সিপিআই, সিপিএম ও ফরোয়ার্ড ব্লক আনসারিকেই সম্ভবত সমর্থন দেবে। সোমবার বামেদের বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।