ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী যশবন্ত সিং

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২

নয়াদিল্লি: ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থী হচ্ছেন বিজেপি সাংসদ যশবন্ত সিং।

সোমবার দিল্লিতে এনডিএ-এর তরফ থেকে সংবাদ সম্মেলন করে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানী একথা জানান।



তিনি বলেন, “এনডিএ সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। ”

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এর আগে এনডিএ’র শরিক দলগুলো নিজেরা ঐকমত্যে পৌছুতে ব্যর্থ হয়। এনডিএ জোটের অন্যতম শরিক জেডিইউ, শিবসেনা ইউপিএ মনোনীত প্রার্থী প্রণব মুখার্জিকে সমর্থন দেবে বলে আগেই জানিয়ে দিয়েছিল।

তাই এবার উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এনডিএ এর শরিক দলগুলোকে পাশে পেতে চেয়েছে বিজেপি। সেই উদ্দেশ্যে এদিন সকালে আদভানির বাসভবনে বৈঠক হয়। সেখানে এনডিএ-এর সব শরিক রাজনৈতিক দল উপস্থিত ছিল। সেখানেই এনডিএ-এর তরফ থেকে যশবন্ত সিংকে সর্বসম্মতভাবে মনোনীত করা হয়।

এদিকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত হয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে যশবন্ত সিং বলেন, “দলের সিদ্ধান্তে আমি সম্মানিত। ”

উল্লেখ্য, এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেডিইউ নেতা শরদ যাদবও।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।