কলকাতা: বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা ইস্যুতে সোমবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে আইন অমান্য, বিক্ষোভ সমাবেশ করেছে প্রধান বিরোধী জোট বামফ্রন্ট, রাজ্য সরকারের শরিক কংগ্রেস ও তৃণমূলের এক সময়ের জোটসঙ্গী বামদল এসইউসি।
এদিন বর্ধমান স্টেশন থেকে প্রায় ৩০ হাজার বাম কর্মী-সমর্থক আইন অমান্য করে।
জলপাইগুড়ি জেলার ১৩টি ব্লক থেকে কয়েক হাজার মানুষ জলপাইগুড়ি শহরে এসে আইন অমান্য করেন। পুলিশের বাধা উপেক্ষা করলে আটক হন জেলা বামফ্রন্টের নেতারা।
দক্ষিণ ২৪ পরগণা জেলায় বিক্ষোভকারীরা আইন অমান্য করে ক্যানিং, ডায়মন্ডহারবার এবং কাকদ্বীপ মহকুমায়। মহকুমা শাসকের দপ্তরের সামনে পুলিশের বাধার প্রাচীর ভেঙে আইন অমান্য করেন বামফ্রন্টের নেতারা ও হাজার হাজার মানুষ।
প্রায় ২০ হাজার মানুষ আইন অমান্য করেন কোচবিহার শহরের শহীদবাগ এলাকায়।
দক্ষিণ দিনাজপুরের ৮টি ব্লক থেকে আইন ভাঙতে বালুরঘাটে এসেছিলেন ১০ হাজারের বেশি মানুষ। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে শহরের কর্ণজোড়ায় জেলাশাসক দপ্তরের প্রাঙ্গণও এদিন আইন অমান্যে উত্তাল হয়।
মুর্শিদাবাদের বহরমপুরে খাগড়ার ভৈরবতলা থেকে ২৫ হাজার মানুষের এক বিশাল মিছিল তিনটি স্থানে পুলিশের কর্ডন ভেঙে জেলাশাসক দপ্তরের গেটের সামনে জমায়েত হয়।
পুলিশ জানায়, নেতারাসহ সবাইকেই গ্রেফতারের পর নিঃশর্তে মুক্তি দেওয়া হয়েছে।
হাওড়া ফ্লাইওভারের নিচে আইন অমান্য কর্মসূচিতে অংশ নেয় ১০ হাজারের বেশি মানুষ। সেখান থেকে ৩৫০ জন নারীসহ বামফ্রন্টের ১৫শ’ নেতা, কর্মী ও সমর্থক আইন ভেঙে আটক হন। হুগলীতে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আইন ভাঙেন প্রায় ১০ হাজার মানুষ।
আইন ভাঙতে বাঁকুড়া শহরের জেলা পরিষদের অডিটোরিয়ম থেকে স্লোগানে উত্তাল মিছিল আসে জেলা শাসকের দপ্তরের সামনে। প্রবল বৃষ্টির মধ্যেই বীরভূমের সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট মহকুমায় আইন অমান্য করেন কয়েক হাজার মানুষ।
পূর্ব মেদিনীপুরের তমলুকে হাসপাতাল মোড়ের বিক্ষোভ সভার পর ৫ হাজারের বেশি মানুষ মিছিল করে আইন ভাঙেন। দুপুরেই ৩ হাজারের বেশি মানুষ মালদহ শহরে বিক্ষোভ মিছিল করে আইন ভাঙেন।
অন্যদিকে, ভারতের রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি নির্বাচন এবং রাজ্যে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে রাজ্যসরকারে জোটসঙ্গী কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে আরও সোচ্চার হচ্ছে। এদিন রাজ্য সরকারের কাজের সমালোচনায় কলকাতায় জোড়া কর্মসূচি পালন করে কংগ্রেস।
বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে এদিন দুপুর ২টায় কলকাতায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ করে প্রদেশ কংগ্রেস। দলীয় সদস্য সমর্থকদের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের বেশ কিছু নেতৃত্বস্থানীয় ব্যক্তি এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে এদিন বিকেল সাড়ে ৫টায় রাজ্যপাল এমকে নারায়ণকে স্মারকলিপি দেয় প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে নেতৃত্বস্থানীয়রা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বামদল এসইউসির নারী সংগঠনের উদ্যোগে ধর্মতলায় রাজ্যের আইন শৃঙ্খলা ও নারীদের ওপর ধারাবাহিক বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
বাংলাদেশে সময়: ০২৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর