কলকাতা: ভাড়া বৃদ্ধির দাবিতে পশ্চিমবঙ্গে ৩১ জুলাই বাস ধর্মঘটের ডাক দিল মালিকদের বিভিন্ন সংগঠন। ওইদিন পথে নামবে না প্রায় ২৭ হাজার বাস।
বৃহস্পতিবার ভাড়া বৃদ্ধির দাবিতে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বেঙ্গল বাস সিন্ডিকেট এবং জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট সহ ১২টি সংগঠন ৷
তাদের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি ২০১০ থেকে ২৬ জুন ২০১১-এর মধ্যে মোট ৭ বার জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে ১৩ রুপি ৬৯ পয়সা। কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি বাসভাড়া। এতে মালিকদের প্রচুর লোকসান হচ্ছে।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক সাধন দাস এদিন বলেন, এই ধর্মঘট প্রতীকি। জ্বালানি তেলের দাম বাড়লেও কিন্তু সেই অনুপাতে বাড়েনি বাসের ভাড়া। ফলে বিভিন্ন রুটে অনেক বাস তুলে নিতেও বাধ্য হয়েছেন মালিকরা।
গত ২ জুলাই পরিবহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকে ফের ভাড়া বৃদ্ধির দাবি তোলেন বাস মালিকরা। কিন্তু তা খারিজ করে দেয় রাজ্য সরকার৷এর পরই পরিষেবা বন্ধের হুমকি দেয় মালিক সংগঠনগুলি।
আগামী ২৩ জুলাই পরিবহণমন্ত্রীর সঙ্গে বাস মালিক সংগঠনের ফের বৈঠকের কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
আরডি/এজে