কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এক অনন্য নজির নিদর্শন দেখা গেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়। বিভিন্ন ইস্যুতে বিরোধিতা যেখানে নিত্য-নৈমিত্তিক বিষয়, বৃহস্পতিবার সে ভেদাভেদ রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসসহ প্রতিনিধিত্বকারী প্রায় সব দল একযোগে ভোট দিয়েছেন ক্ষমতাসীন ইউপিএ’র প্রার্থী প্রণব মুখার্জিকে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ মন্ত্রিসভার সদস্যরা, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় প্রমুখ লাইনে দাঁড়িয়ে ভোটে অংশ নেন।
কলকাতায় রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে রাজ্যের নির্বাচিত ২৯৪ জন বিধায়কের মধ্যে ২৮২ জন ভোট দেন। দু’টি দলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে তাদের ১০ বিধায়ক ভোটদানে বিরত থাকবেন। আর তৃণমূলের দুই বিধায়ক অসুস্থতার কারণে ভোট দিতে আসেননি।
প্রণব মুখার্জিকে প্রথম থেকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েও তৃণমূলের বিক্ষুব্দ সাংসদ কবীর সুমন অসুস্থতার জন্য ভোট দিতে আসেননি।
বিধায়কদের পাশাপাশি লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের ২৭ জন সাংসদের মধ্যে ২৬ জন রাজ্য বিধানসভায় ভোট দেন। রাজ্যের বাকি সাংসদরা দিল্লির সংসদ ভবনে তাদের ভোট দেন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর