মুম্বাই: ভারতের মহারাষ্ট্র রাজ্যে রেল দুর্ঘটনা ও উড়ালসেতু ভেঙে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে।
পাথরের ধাক্কায় লাইনচ্যুত হয়ে যাওয়া কাসারা-সিএসটি লোকালের কয়েকটি কামরার সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয় মুম্বাই-গোণ্ডিয়া বিদর্ভ এক্সপ্রেসের দুটি বগি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
মুম্বাই ডিভিশনের কল্যাণ-ইগতপুরী শাখায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী মুকুল রায়।
গত কয়েক দিন ধরে মুম্বাইসহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। যার ফলে কিছু কিছু জায়গায় ছোট-খাটো ধস নেমেছে। তার জেরেই বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে কাসারা থেকে ছত্রপতি শিবাজি টার্মিনালগামী একটি লোকাল ট্রেন।
রেল সূত্রে জানা গেছে, রাত ৯টা ১৬ মিনিটে কাসারা থেকে ছাড়ার পর উমরবালি স্টেশনে ঢোকার মুখে ধসের কারণে লাইনে পড়ে থাকা বোল্ডারের ধাক্কায় লোকাল ট্রেনের ১২টি বগির মধ্যে ১১টিই লাইনচ্যুত হয়।
ঠিক সে সময় ডাউন লাইন দিয়ে আসছিল ১২১০৫ আপ মুম্বাই-গোণ্ডিয়া বিদর্ভ এক্সপ্রেস। একে বৃষ্টি, তার ওপর ঘন অন্ধকারে লাইনচ্যুত লোকালের ফ্ল্যাশার দেখতে পেয়ে এমার্জেন্সি ব্রেক করেন বিদর্ভ এক্সপ্রেসের চালক। তবু এড়ানো যায়নি দুর্ঘটনা।
গতি কমলেও, ডাউন লাইনে পড়ে থাকা কাসারা-সিএসটি লোকালের কয়েকটি বগির সঙ্গে ধাক্কা লাগে বিদর্ভ এক্সপ্রেসের। তারপরই ইঞ্জিনসহ লাইনচ্যুত হয় বিদর্ভ এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মধ্য রেলের জেনারেল ম্যানেজারসহ একাধিক কর্মকর্তা। নিয়ে যাওয়া হয় রিলিফ ট্রেনও। তবে দুর্যোগের কারণে ব্যহত হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে মুম্বাই ডিভিশনের কল্যাণ-ইগতপুরী শাখায় দীর্ঘক্ষণ ব্যহত হয় ট্রেন চলাচল।
দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। সেই সঙ্গে আহতদেরও ক্ষতিপূরণ এবং তাদের চিকিত্সার খরচও বহন করবে রেল।
অন্যদিকে, মুম্বাইয়ের ওয়াডালায় একটি নির্মীয়মাণ উড়ালসেতু ভেঙে ১ জন নিহত হয়েছের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হঠাত্ ভেঙে পড়ে শান্তিনগরের বরকত আলী রোডের ওপর নির্মীয়মাণ ইস্টার্ন ফ্রিওয়ের একটি অংশ। সে সময় কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। কংক্রিকেট খসে পড়া স্লাবের ওপর চাপা পড়ে যান তারা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।
প্রথমে মনে করা হয়েছিল, ভেঙে পড়েছে মনোরেলের জন্য নির্মীয়মাণ ব্রিজের একটি অংশ। পরে এমএমআরডিএ’র পক্ষ থেকে জানানো হয় যে মনোরেল নয়, দুর্ঘটনার কবলে পড়েছে ইস্টার্ন ফ্রিওয়ে।
দক্ষিণ মুম্বাইয়ের সঙ্গে নবি মুম্বাইয়ের সংযোগ স্থাপনের জন্য যে উড়ালসেতু তৈরি করা হচ্ছে, ভেঙে পড়েছে তারই একটি অংশ। রাতে ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এমএমআরডিএ।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর