ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি নির্বাচন

এমপিদের ৭২%, অন্ধ্রপ্রদেশে ৯৮% ভোট পেয়েছেন প্রণব

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
এমপিদের ৭২%, অন্ধ্রপ্রদেশে ৯৮% ভোট পেয়েছেন প্রণব

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া খবরে রাজ্যসভা ও লোকসভার এমপি এবং অন্ধ্র প্রদেশের এমএলএ ভোট গণনা সম্পন্ন হয়েছে।



প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রণব মুখার্জির একটি সূত্র জানিয়েছে, মোট ১০ লাখ ৫০ হাজার ভোটের মধ্যে ৪ লাখ ভোট পেয়েছেন। এমপি ভোটের ৭২ শতাংশ এবং অন্ধ্রপ্রদেশ এমএলএ ভোটের ৯৮ শতাংশেরও বেশি পেয়েছেন তিনি।

অপরদিকে প্রণব মুখার্জি অরুণাচল প্রদেশে ৯৬ শতাংশ এবং আসামে ৮৯ শতাংশ ভোট পেয়েছেন বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে।

এমপিদের মোট ৭৪৮টি ভোটের মধ্যে প্রণব মুখার্জি পেয়েছেন ৫২৭টি। অপরদিকে অপর প্রার্থী পিএ সাংমা পেয়েছেন ২০৬ ভোট।

সূত্র আরো জানিয়েছে, এমপি ভোটের মধ্যে প্রণবের পক্ষের নয়টি এবং সাংমার পক্ষের ছয়টি ভোট বাতিল হয়ে গেছে।

আর মাত্র সময়ের অপেক্ষা। তারপরই সরকারিভাবে ঘোষিত হবে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতির নাম। বলাই বাহুল্য বড় রকমের কোনো অঘটন না ঘটলে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসাবে রাইসিনা হিলের ঘরে পদার্পণ ঘটছে বাংলার প্রণব মুখার্জির।

রোববার সকাল ১১টা থেকে রাজ্যসভার ৬৩নং কক্ষে শুরু হয়েছে ভোট গণনা। বিকেল ৪টা নাগাদ সরকারিভাবে ফলাফল জানা যাবে। মোট সাতাশটি ব্যালট বাক্স। একটি সংসদে রয়েছে। বাকি ২৬টি বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে। মোট ভোট পড়েছে ৭২ শতাংশ। প্রায় ১১ লাখ ভোট।

নিয়ম অনুযায়ী, প্রথমেই ব্যালট বাক্স থেকে বৈধ ভোটগুলিকে আলাদা করা হয়। এরপর প্রথম পছন্দের ভোটগুলি গণনা করা হচ্ছে। যদি কোনো কারণে ম্যাজিক ফিগারে না পৌঁছানো যায়, তখন দ্বিতীয় পছন্দের ভোট গণনা করা হবে। গণনা করা হবে প্রাপ্ত ভোট মূল্যের।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট সংখ্যা ১০ লাখ ৯২ হাজার ৮৮২। জিততে হলে দরকার ৫ লাখ ৪৯ হাজার ৪৪২।

এদিকে, প্রণব মুখার্জির ১৩ নম্বর তালকোটরা রোডের বাসভবনে জয় উদযাপনের প্রস্তুতিও তুঙ্গে। বাংলোর লনে বাঁধা হয়েছে ম্যারাপ। সুসজ্জিত বসার আসন রাখা হয়েছে। আতিথ্যে কোনো খামতি রাখতে চান না দেশের সম্ভাব্য প্রথম বাঙালি রাষ্ট্রপতি এবং তার পরিবার।

এর পাশপাশি রাষ্ট্রপতি ভবনেও ব্যস্ততা এখন তুঙ্গে। নতুন বাসিন্দাকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে রাইসিনা হিলস।

অন্যদিকে, বীরভূমের কীর্ণাহারের মীরিটি গ্রামে সকাল থেকে শুরু হয়েছে উৎসবের আমেজ। প্রণব মুখার্জির বাসভবন ঘিরে গ্রামবাসীরদের উচ্ছাস লক্ষ্য করা গেছে। স্থানীয় জপেশ্বর শিব মন্দিরে চলছে দিনভর পূজা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর, রানা রায়হান; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।