কলকাতা: কীর্ণাহার থেকে কলকাতায় আজ ছিল একটাই আলোচনা। প্রথম বাঙালি রাষ্ট্রপতি কী পেতে চলেছি আমরা? ত্রয়োদশ রাষ্ট্রপতি পদে কে বসবেন রাইসিনা হিলের তখতে? ইউপিএ জোটের মনোনীত প্রণব মুখার্জি? নাকি বিজেপিসহ বেশ কয়েকটি দলের সমর্থিত পূর্ণ অ্যাজিটেক সাংমা? নাকি জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়ার মতো স্বপ্ন ভঙ্গ হবে বাঙালির?
কিন্তু বিশেষজ্ঞরা বলছিলেন, শুধু সময়ের অপেক্ষা প্রথম রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির অভিষেক হওয়া।
বিকালে তার নির্বাচিত হওয়ার খবর টিভিতে দেখা মাত্রই গ্রামবাসীরা শুরু করলেন সবুজ আবীর খেলা। চলল মিষ্টি মুখ। প্রণব মুখার্জির বড়দিদি অন্নপূর্ণা দেবী নিজের হাতে সবাইকে মিষ্টি খাওয়ালেন।
টিভি ক্যামেরার সামনে বললেন, “আমি আজ খুব খুশি। আমার পল্টু ভারতের রাষ্ট্রপতি। ”
ইতিমধ্যে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে আনন্দ মিছিল। ফাটছে আতসবাজি। ভারতের সবার থেকে আজ মিরাটির আনন্দ অনেক বেশি, কারণ এখন থেকে মিরাটি রাষ্ট্রপতির গ্রাম।
একই সঙ্গে কলকাতার রাজ্যের বিভিন্ন কংগ্রেস দফতরে ভরে উঠেছে কর্মী সমর্থকে। রাজ্য কংগ্রেসের সদর দফতরকে সাজানো হয়েছে সবুজ আলোয়। চলছে মিষ্টি বিতরণ। ছাত্র ও যুব কংগ্রেসের তরফে প্রণব মুখার্জির ছবি নিয়ে মিছিল করা হয় বিকালে।
রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, “আমরা খুব খুশি। এই জয় বাংলার, বাঙালির। আমি বামফ্রন্টসহ সব দলকে অভিননন্দন জানাই। ”
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর