ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২৫ জুলাই ত্রিপুরা যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস আসছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে। এ অঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক আরও মজবুত করার লক্ষে তিনি এ অঞ্চল সফরে আসছেন বলে জানা গেছে।



তিনি এ অঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

২৫ জুলাই দু’দিনের সফরে তিনি ত্রিপুরায় আসবেন। সফকালে তনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও অন্যদের সঙ্গে কথা বলবেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।