নয়াদিল্লি: ভারতে আবারও বাড়ল পেট্রোলের দাম। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ৮৭পয়সা।
মে মাসে ইতিহাসে বৃহত্তম, একলাফে সাড়ে ৭ রুপি দাম বাড়িয়ে গত মাসে দু’দফায় সাড়ে ৪রুপি দাম কমানোর পরই আবার পেট্রোলের দামবৃদ্ধি।
এদিন থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়াবে ৭৩ রুপি ৬১পয়সা। যেখানে এখন প্রতি লিটারের দাম ৭২রুপি ৭৪পয়সা। অন্যদিকে, দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়াবে ৬৮রুপি ৪৮পয়সা। যেখানে এখন প্রতি লিটারের দাম ৬৭রুপি ৭৮পয়সা।
যথারীতি ‘বিশ্ববাজারে অশোধিত তেলের দামবৃদ্ধি এবং টাকা-ডলারের বিনিময়মূল্যকেই’ দায়ী করে বিবৃতি দিয়েছে দেশের বৃহত্তম জ্বালানি বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।
মে মাসে পেট্রোলের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছিল ৭রুপি ৫৪পয়সা। ইতিহাসে বৃহত্তম বৃদ্ধি। এরপর জুনের ৩ তারিখ এবং ২৯ তারিখ দাম কমানো হয় যথাক্রমে ২রুপি ২পয়সা এবং ২রুপি ৪৬পয়সা।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর