কলকাতা: ভাড়াবৃদ্ধিসহ একাধিক ইস্যুতে বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাক্সি সংগঠনগুলির সংযুক্ত কমিটি। এই ট্যাক্সি ধর্মঘটে সামিল হয়েছে সিটুও।
গত সোমবার ট্যাক্সি সংগঠনের সঙ্গে পরিবহন মন্ত্রী মদন মিত্রের কথা হলেও বৈঠক থেকে কিছু বেরিয়ে না আসায় ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ট্যাক্সি সংগঠনগুলো।
সোমবার থেকে পেট্রোলের দাম কলকাতায় ৮৭ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। ২০১০ সাল থেকে এ পর্যন্ত পেট্রোলের দাম ১৩.৬৯ রুপি বৃদ্ধি পেয়েছে কিন্তু ট্যাক্সি ভাড়া বাড়েনি। সরকার ভাড়া বৃদ্ধি করতে চায় না। সরকার বিকল্প পথের কথা বললেও সঠিক পথ দেখাতে পারে নি।
তবে পরিবহন মন্ত্রী ট্যাক্স ধর্মঘটের দিন পর্যাপ্ত বাস রাস্তায় নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে যাত্রীদের নাকাল হতে হচ্ছে।
একই সঙ্গে বাস মালিক ও চালকরা ধর্মঘটের ডাক দিয়েছে ৩১ জুলাই। বাস ভাড়া না বাড়ালে তারা বাস চালাতে পারছে না বলে জানিয়ে দিয়েছেন মালিকরা। কারণ, আয় কমে যাওয়ায় প্রচুর বাস তুলে নিতে হয়েছে তাদের।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর