কলকাতা: চলতি বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি ও ছিটমহল বিনিময়ের কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস।
শুক্রবার কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির উদয়শঙ্কর মিলনায়তনে বাংলাদেশ বিদ্যাচর্চা কেন্দ্র আয়োজিত কবি নজরুল স্মরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “তিস্তা চুক্তি ও ছিটমহল বিনিময়ের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। ভারত সরকার তিস্তা প্রশ্নে দ্রুত তাদের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলবে। আগামী নভেম্বর মাসে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে একটি সঠিক দিক নির্দেশনা পাওয়া যাবে। চলতি বছরেই তিস্তা চুক্তি ও ছিটমহল বিনিময়ের কাজ সম্পন্ন হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। ”
এদিন তিনি আরও জানান, আগস্ট মাস থেকে নিয়মিতভাবে অন্তত একজন করে বিভিন্ন ক্ষেত্রে গুনী মানুষ বাংলাদেশ বিদ্যাচর্চা কেন্দ্রের আলোচনা সভায় যোগ দেবেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম, নজরুল গবেষক অধ্যাপক স্বপন মজুমদার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর