ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ বিদ্যুৎহীন: বিপর্যস্ত রেল ও ইন্টারনেট সেবা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২

কলকাতা:  ইস্টার্ন গ্রিড বিকল হওয়ার বিদ্যুৎ বিপর্যয় নেমে এসেছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ এ বিপর্যয় ঘটে৷

এর ফলে কলকাতাসহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷ শোডশেডিং চলছে মহানগরীর বহু এলাকায়।

বিদ্যুৎহীন হয়ে পড়েছে পূর্বাঞ্চলের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাও৷ শিয়ালদহ, হাওড়া, আসানসোল, মালদা ডিভিশনের ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে৷ হাওড়া ও শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ৫ শতাধিক ট্রেন। দূরপাল্লার ট্রেন পরিসেবা বন্ধ হয়ে আছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।

তবে ডিজেল ইঞ্জিনের সাহায্যে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা শুরু হয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে।

প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ না হলেও পরে কলকাতার মেট্রো পরিসেবাও কিছুটা ব্যাহত হয়।

কলকাতায় বিদ্যুৎ প্রদানকারী সংস্থা সিইএসসি’র সব ইউনিট চলছে৷ তবে তাদের আওতাভুক্ত এলাকাগুলোতে এ বিপর্যয়ের প্রভাব পড়েছে। কেবলমাত্র সিইএসসি’র এলাকাতেই বিদ্যুত্‍ ঘাটতি দাঁড়ায় ৫০০ মেগাওয়াটে। খুব তাড়াতাড়ি ট্রেন পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে না বলে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত৷

চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ৷ কাজকর্ম শিকেয় উঠেছে সল্টলেক ও রাজারহাটের তথ্যপ্রযুক্তি সেক্টরে। ব্যাহত হয়েছে ইন্টারনেট পরিষেবা। ভেঙে পড়েছে এটিএম পরিষেবা।  

বহু অফিসে সব ধরনের কাজ বন্ধ হয়ে গিয়েছে ৷স্কুল ও কলেজগুলোতে ছুটি দিয়ে দেওয়া হয়। এমনকি কিছুটা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাকরণে সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগবে৷ ৩-৪ ঘণ্টার মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে এর মধ্যেও মেট্রোকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে সিইএসসি৷ কলকাতায় তাদের বিদ্যুৎ ঘাটতি ৬০০ মেগাওয়াট৷

সিইএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্টার্ন গ্রিড বিকল হয়ে যাওয়ায় তাদের বিদ্যুতের জোগানে টান পড়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জরুরি পরিসেবাগুলো সচল রাখার চেষ্টা হচ্ছে।

রাজ্যের বিদ্যুৎ সচিব জানিয়েছেন, বক্রেশ্বরের একটিমাত্র ইউনিট সচল রয়েছে৷ আর কোনো ইউনিটে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না৷ কয়েকটি অত্যাবশ্যকীয় ক্ষেত্রে বিদ্যুত্‍ সরবরাহ করা হচ্ছে৷ তবে মেট্রো পরিসেবা এখনো স্বাভাবিক৷

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।