গুয়াহাটি: সংঘর্ষ কবলিত আসামের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে সোমবার গুয়াহাটি এসেছেন সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি।
মঙ্গলবার গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি অভিযোগ করে বলেন, “অনুপ্রবেশকারীদের জন্যই শান্তি বিঘ্নিত হচ্ছে আসামে।
সম্প্রতি আসামের কংগ্রেসি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এলাকায় গোষ্ঠী-সংঘর্ষ বাধার সময় কেন্দ্র সময়মতো সেনা-সাহায্য পাঠায়নি বলে অভিযোগ করেছিলেন।
তবে কেন্দ্রকে দোষারোপের পাশাপাশি দাঙ্গার সময় কোকড়াঝাড়ে পর্যাপ্ত পুলিশ বাহিনী না থাকায় রাজ্য সরকারকেও অভিযৃক্ত করেন আদভানি।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর